স্বাস্থ্য সেবা পদ্ধতির পরিবর্তনশীল ধারণা মেডিকেল শিক্ষার ক্ষেত্রে নব নব দ্বার উন্মোচন করেছে । বর্তমানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষা বিষয়ক ডিগ্রি হলো মেডিকেল শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। আনোয়ারা নার্সিং কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত একটি সুপরিচিত ও স্বনামধন্য নার্সিং কলেজ।
বাংলাদেশে ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা খাত দ্রুত গতিতে বিকাশিত হচ্ছে। দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে ছোট-বড় অনেক হাসপাতাল ক্লিনিক, নার্সিং হোম, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং এনজিও ক্লিনিক গড়ে উঠেছে। এই সব সেবা কেন্দ্রে স্বাস্থ্যসেবা প্রদানের মত পর্যাপ্ত ও দক্ষ ডিপ্লোমা নার্সের অভাবে অনেক প্রতিষ্ঠান উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রদানে ব্যর্থ হচ্ছে। আনোয়ারা নার্সিং ইনস্টিটিউট দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরি করার মাধ্যমে সাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে নার্স সংকট দূরীকরন ও তাদেরকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রশিক্ষিত নার্সরা দেশে-বিদেশে বিরাট অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি ।
আনোয়ারা নার্সিং কলেজ তার ছাত্র-ছাত্রীদেরকে Faculty এবং Staff দের তত্ত্বাবধানে, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলছে। এই শিক্ষা স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে বিশ্ব্যব্যাপী চাহিদার অপার সম্ভাবনা জাগিয়ে তুলছে। যেহেতু একটি জীবন বিষয়ক শিক্ষা পদ্ধতি তাই নিঃসন্দেহে এর চাহিদা ও ব্যাপকতা অনেক বেশী।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
ভর্তির যোগ্যতাঃ
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বৎসরের মধ্যে হতে হবে।
৩। যে কোন শিক্ষা বোর্ড হতে বিগত ৩ বছরের এস.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA (Grade Point Average) এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় মোট GPA ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় (Grade Point Average) ২.৫০ কম হলে ভর্তির জন্য গ্রহণযোগ্য হবে না।
৪। প্রার্থীকে সু-স্বাস্থ্যের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।
সাধারণ নীতিমালাঃ
* প্রশিক্ষণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না।
* ভর্তির পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিয়ম-বিধি, নীতিমালা সহ নার্সিং ইনস্টিটিউটের নিয়ম-শৃঙ্খলা মেলে চলার অঙ্গিকারনামা দিতে হবে।
* কোন ছাত্র/ছাত্রী ক্রমাগত বিনা নোটিশে হোস্টেলে বা ক্লাসে অনুপস্থিত থাকতে পারবে না।
* যদি কোন ছাত্র/ছাত্রী ৬মাস অন্তর চুড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয় এবং ৭দিন পর দ্বিতীয় সুযোগে ও আবার অকৃতকার্য হয় তবে তার প্রশিক্ষণ বাতিল হয়ে যাবে।
* যদি কোন ছাত্র/ছাত্রী কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং সেটা যদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বলে প্রমানিত হয় তাহলে উক্ত ছাত্র/ছাত্রীর প্রশিক্ষণ বাতিল করা হবে।