বাণী
আনোয়ারা নার্সিং কলেজ, মির্জাপুর, সুইহারি, দিনাজপুর গত ২০১৫ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতি বৎসর সরকারী নিয়ম নীতি মেনে ছাত্র/ছাত্রী ভর্তি করে নিয়মিত ক্লাশসহ বিভিন্ন জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ০৩ বৎসরে ছাত্র/ছাত্রীদের গড় পাশের হার ৯৮%। উল্লেখ্য, অত্র কলেজে সু-সজ্জিত লাইব্রেরী ল্যাব (এনাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজী, মিডওয়াইফারি) আছে যা মান সম্পন্ন শিক্ষাদানে যথেষ্ট ভূমিকা রাখছে। কলেজ ভবনটি ভাড়া বাড়ি হলেও যথেষ্ট সংখ্যক ক্লাশ রুম ও খোলামেলা পরিবেশ আছে। বর্তমানে প্রয়োজনীয় শিক্ষক/শিক্ষিকা রয়েছেন।
বিধায়, ASSET প্রকল্পের IDGOM এর অধিনে “আনোয়ারা নার্সিং কলেজ” আর্থিক সহযোগীতা আমাদের আরও উৎসাহিত করবে।
মোছা: লুৎফা খাতুন
অধ্যক্ষ
আনোয়ারা নার্সিং কলেজ
মির্জাপুর, সুইহারি, দিনাজপুর।