Message

মোছাঃ লুৎফা খাতুন

অধ্যক্ষ, আনোয়ারা নার্সিং কলেজ

বাণী

আনোয়ারা নার্সিং কলেজ, মির্জাপুর, সুইহারি, দিনাজপুর গত ২০১৫ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতি বৎসর সরকারী নিয়ম নীতি মেনে ছাত্র/ছাত্রী ভর্তি করে নিয়মিত ক্লাশসহ বিভিন্ন জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ০৩ বৎসরে ছাত্র/ছাত্রীদের গড় পাশের হার ৯৮%। উল্লেখ্য, অত্র কলেজে সু-সজ্জিত লাইব্রেরী ল্যাব (এনাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজী, মিডওয়াইফারি) আছে যা মান সম্পন্ন শিক্ষাদানে যথেষ্ট ভূমিকা রাখছে। কলেজ ভবনটি ভাড়া বাড়ি হলেও যথেষ্ট সংখ্যক ক্লাশ রুম ও খোলামেলা পরিবেশ আছে। বর্তমানে প্রয়োজনীয় শিক্ষক/শিক্ষিকা রয়েছেন।

বিধায়, ASSET প্রকল্পের IDGOM এর অধিনে “আনোয়ারা নার্সিং কলেজ” আর্থিক সহযোগীতা আমাদের আরও উৎসাহিত করবে।

 

মোছা: লুৎফা খাতুন
অধ্যক্ষ
আনোয়ারা নার্সিং কলেজ
মির্জাপুর, সুইহারি, দিনাজপুর।

ডা: অসিত কুমার দাস

সভাপতি ব্যবস্থাপনা কমিটি আনোয়ারা নার্সিং কলেজ, মির্জাপুর, সুইহারি, দিনাজপুর।

বাণী

দিনাজপুর তথা উত্তর জনপদে নার্সিং শিক্ষায় স্বনামধ্যন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “আনোয়ারা নার্সিং কলেজ”। ২০১৫ ইং সালে প্রতিষ্ঠার পর থেকে বিএনএমসি এবং রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় (আর এম ইউ) এর সকল নির্দেশনা মেনে যথাযথভাবে পরিচালিত হয়ে আসছে। কলেজ ব্যবস্থাপনা পরিষদ অত্র কলেজের মান উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সুন্দর যোগাযোগ রক্ষা করে চলছে।

আশা করি, ASSET প্রকল্পের IDGOM এর অধিনে “আনোয়ারা নার্সিং কলেজ” আর্থিক সহযোগীতা পেলে নার্সিং শিক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

ডা: অসিত কুমার দাস
সভাপতি
ব্যবস্থাপনা কমিটি
আনোয়ারা নার্সিং কলেজ,
মির্জাপুর, সুইহারি, দিনাজপুর।